বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টি ও কি কি।
নামাজ ভঙ্গের কারণ
নামাজ ভঙ্গের প্রসিদ্ধ কারণ ১৯টি। যথাঃ-
১) নামাজে অশুদ্ব পড়া।
২) নামাজের ভিতর কথা বলা।
৩) কোনো লোককে সালাম দেওয়া।
৪) সালামের উত্তর দেওয়া।
৫) উহ-আহ শব্দ করা।
৬) বিনা কারণে কাশিঁ দেওয়া।
৭) আমলে কাছির করা।
৮) বিপদে বা বেদনায় শব্দ করে কাদাঁ।
৯) তিন তাসবিহ পরিমাণ সময় ছতর খুলে থাকা।
১০) মুকতাদি ব্যতীত অপর লোকের লোকমা নেওয়া।
১১) সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া।
১২) নাপাক জায়গায় সিজদা করা।
১৩) ইচ্ছাকৃত বা বিনা কারণে নামাজের কোন রুকন বা হুকুম পরিত্যাগ করা।
১৪) নামাজে কোরআন দেখিয়া পড়া।
১৫) নামাজে কোনো কিছু খাওয়া বা পান করা।
১৬) নামাজে শব্দ করে হাসা।
১৭) নামাজে হাচির উত্তর দেওয়া।
১৮) নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা।
১৯) ইমামের আগে মুকতাদি দাড়ানো।