বাথরুমে প্রবেশ করার দোয়া ও বাথরুম থেকে বের হওয়ার দোয়া

বাথরুমে-প্রবেশ-করার-দোয়া-ও-বাথরুম-থেকে-বের-হওয়ার-দোয়া

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাথরুমে প্রবেশ করার দোয়া ও বাথরুম থেকে বের হওয়ার দোয়া বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ। আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পায়খানায় গেলে বলতেনঃ “اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ” “আল্ল- হুম্মা ইনী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবা-য়িস” অর্থাৎ ”হে আল্লাহ! আমি আপনার নিকট নর ও নারী শয়তানের (ক্ষতি সাধন) থেকে আশ্রয় চাচ্ছি”। অন্য একটি হাদিসে আলী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যখন তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করবে তখন জিন শয়তানের চোখ ও বানী আদামের লজ্জাস্থানের মধ্যে পর্দা হল “بِسْمِ اللهِ” “বিসমিল্লাহ” অর্থাৎ “আল্লাহর নামে” বলা। অতএব আমাদের উচিত দুইটি দোয়া একত্রিত করে বলা যা নিচে দেওয়া হলো।

আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন পায়খানা হতে বের হতেন তখন বলতেন : “ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ” “গুফরা-নাকা” (অর্থাৎ- হে আল্লাহ! তোমার ক্ষমা প্রার্থনা করছি)।

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবি

بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা উচ্চারণ

বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা অনুবাদ

আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবি

اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা অনুবাদ

হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।

বুখারী ১৪২, মুসলিম ৩৭৫, মিশকাত ৩৩৭।

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবি

بِسْمِ اللهِ

বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা উচ্চারণ

বিসমিল্লাহ।

বাথরুমে প্রবেশ করার দোয়া বাংলা অনুবাদ

আল্লাহর নামে।

তিরমিযী ৬০৬, সহীহুল জামি ৩৫১১, মিশকাত ৩৫৮।

বাথরুম থেকে বের হওয়ার দোয়া আরবি

ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ

বাথরুম থেকে বের হওয়ার দোয়া বাংলা উচ্চারণ

গোফরানাকা।

বাথরুম থেকে বের হওয়ার দোয়া বাংলা অনুবাদ

(হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই।

আবু দাঊদ ৩০, তিরমিযী ৭, ইবনু মাজাহ ৩০০, সহীহুল জামি ৪৭০৭, দারেমী ৭০৭, মিশকাত ৩৫৯।

বাথরুমে প্রবেশ করার দোয়া হাদিস

وَعَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُوْل اللهِ ﷺ إِذَا دَخَلَ الْخَلَاءَ يَقُوْلُ اللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ. مُتَّفَقٌ عَلَيْهِ

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পায়খানায় গেলে বলতেনঃ “আল্ল- হুম্মা ইনী আ‘উযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবা-য়িস”- অর্থাৎ- হে আল্লাহ! আমি আপনার নিকট নর ও নারী শয়তানের (ক্ষতি সাধন) থেকে আশ্রয় চাচ্ছি।

বুখারী ১৪২, মুসলিম ৩৭৫, মিশকাত ৩৩৭।

হাদিসের মানঃ সহিহ হাদিস

وَعَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ سَتْرُ مَا بَيْنَ أَعْيُنِ الْجِنِّ وَعَوْرَاتِ بَنِي ادَمَ إِذَا دَخَلَ أَحَدُهُمْ الْخَلَاءَ أَنْ يَقُولَ بِسْمِ اللهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ حَدِيثٌ غَرِيبٌ وَإِسْنَادُه لَيْسَ بِقَوِيٍّ

আলী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যখন তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করবে তখন জিন শয়তানের চোখ ও বানী আদামের লজ্জাস্থানের মধ্যে পর্দা হল “বিসমিল্লাহ” বলা।

তিরমিযী ৬০৬, সহীহুল জামি ৩৫১১, মিশকাত ৩৫৮।

হাদিসের মানঃ সহিহ হাদিস

বাথরুম থেকে বের হওয়ার দোয়া হাদিস

وَعَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ قَالَ غُفْرَانَكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابْنُ مَاجَةَ وَالدَّارِمِيُّ

আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন পায়খানা হতে বের হতেন তখন বলতেন : “গুফরা-নাকা” (অর্থাৎ- হে আল্লাহ! তোমার ক্ষমা প্রার্থনা করছি)।

আবু দাঊদ ৩০, তিরমিযী ৭, ইবনু মাজাহ ৩০০, সহীহুল জামি ৪৭০৭, দারেমী ৭০৭, মিশকাত ৩৫৯।

হাদিসের মানঃ সহিহ হাদিস

Related Posts